বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৪:১২ অপরাহ্ন
রাসেল মোল্লা, কলাপাড়া অফিসঃ
কলাপাড়ায় ঘূর্ণিঝড় বুলবুল এ ক্ষতিগ্রস্ত কৃষকদের মানসম্মত বীজ ধান দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পানি জাদুঘর ও নদী সুরক্ষা কমিটি আয়োজনে মঙ্গলবার সকালে কলাপাড়া প্রেসক্লাব চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, পানি জাদুঘর সভাপতি জয়নাল আবেদীন রাড়ি, নদী সুরক্ষা কমিটির নীলগঞ্জ ইউনিয়ন সাধারণ সম্পাদক বাচ্ছু হাওলাদার, পানি জাদুঘর’র সাধারণ সম্পাদক লাইলী বেগম, কৃষক প্রতিনিধি সিদ্দিকুর রহমান। বক্তারা বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের কারনে ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় বীজ ধান সংগ্রহ করা সম্ভব হয়নি। যাতে করে তেইশ, বায়ান্ন, উনপঞ্চাশ ধানের বীজ পেয়ে চাষাবাদ করতে পারে মানবন্ধনে তারা এ দাবী জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply