বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধিঃ
প্রাণঘাতী করোনা ভাইরাসে কর্মহীন ৮’শ ২৮ পরিবারের মাঝে আমতলীর ইউএনও মনিরা পারভীন খাদ্য সহায়তা বিতরন করেছেন। বৃহস্পতিবার উপজেলার কুকুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ খাদ্য সহায়তা বিতরন করেন।
জানাগেছে,প্রাণঘাতী করোনা ভাইরাসে উপজেলার কয়েক হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ে। কর্মহীন এ সকল মানুষগুলোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য সহায়তা বরাদ্দ করেছেন। ওই কর্মহীন মানুষের মধ্যে উপজেলার কুকুয়া ইউনিয়নের ৮’শ ২৮ পরিবারকে খাদ্য সহায়তা বিতরন করা হয়। ইউএনও মনিরা পারভীন বৃহস্পতিবার এ খাদ্য সহায়তা বিতরন করেন। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল ও একটি সাবান দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply