বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি উপকূলীয় সাংবাদিকদের অভিভাবক মানবতার সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু এর ফেসবুকে স্ট্যাটাসে সেই স্বামী পরিত্যক্তা সাবেকুন্নাহারের ভাগ্যে জুটল বিভিন্ন খাদ্য সামগ্রী।
গত সোমবার (২৭ জুলাই) “কলাপাড়ায় নীলগঞ্জের ইউনিয়নের রহমতপুরের স্বামী পরিত্যক্তা সাবেকুন্নাহারের ভাগ্যে ঈদের ১০ কেজি চাল জোটছে না। দুই সন্তানসহ চরম অসহায় এ নারী” তার নিজস্ব ফেসবুকে স্ট্যাটাসে বিভিন্ন হৃদয়বান ব্যক্তি তাকে সাহায্য করতে আত্মপ্রকাশ করেন।
তার লেখার প্রেক্ষিতে বুধবার (২৯ জুলাই) ওয়ার্ল্ড কনসার্ণ রাজিব বিশ্বাস, কলাপাড়া নাগরিক উদ্যোগে নাসির তালুকদার ও ব্যবসায়ী শামীম অসহায় সাবেকুন্নাহারের জন্য এগিয়ে আসেন।
এছাড়াও ফেসবুকে স্ট্যাটাস দেখে সাবেকুন্নাহারের সাথে যোগাযোগ করে বিভিন্ন ত্রাণ সামগ্রী দিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় হাসান পারভেজ বলেন,সাবেকুন্নাহারের কষ্টের শেষ নেই। একদিকে স্বামী পরিত্যাক্তা, অন্যদিকে করোনার কারনে মানুষের বাড়িতে কাজ করতে পাচ্ছেনা।
দুই মেয়েকে নিয়ে অসহায় ভাবে দিন কাটাচ্ছে।
তার ঘর নেই, থাকার জায়গাও নেই, ভাইয়ের ছোট বাড়িতে থাকতে হচ্ছে তাকে।
প্রিয় ওই সাংবাদিক জনাব মাননু স্যারের মত যদি সকল সাংবাদিক ভাইরা স্বামী পরিত্যক্তা সাবেকুন্নাহারের পাশে থাকলে তাহলে তার থাকার স্থান হত।
সাবেকুন্নাহার বলেন, করানোর পর থেকেই মানুষের বাড়িতে কাজ বন্ধ রয়েছে, মাইয়ার স্কুল বন্ধ, ভালো-মন্দ খাওয়াইতে পারি না, জামা কাপড় দিতে পারি না, অনেক কষ্টে দিন কাটাইছি, কতজনের ধরছি কোন কাম হয় নাই, কিন্তু মাননু স্যারে আমারে নিয়ে রিপোর্ট করার পর অনেকেই সাহায্য দিয়েছে, এ সাহায্য দেখে চোখের পানি ধরে রাখতে পারছিনা, কারণ এখনো ভালো মানুষ আছে। আল্লাহ তারে আরো বড় করুক, ভাল রাখুক সারা বছর তার জন্য দোয়া করব।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply