শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদকঃ
কারও সাথে বিরোধ হলেই এলোপাথারি কোপানো হয় প্রতিপক্ষকে। কোপানোই তার নেশা। তার নাম মোসলেম। কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে বাড়ি। কোপা মোসলেম বললেই তাকে সবাই চেনে। সবশেষ ২৭ জুলাই আপন ভাই জয়নালকে ২২টি কোপ দিয়েছে। পায়ের গোড়ালি, হাতের কব্জিসহ শরীরের বিভিন্ন জায়গায় কোপের নৃশংস ক্ষত নিয়ে এখন গুরুতর জখম অবস্থায় ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত জয়নালের মেয়ে রিপা আক্তার ৩ আগস্ট একটি মামলা করেছে। পুলিশ ৩ আগস্ট কোপা মোসলেমকে গ্রেফতার করেছেন।
কিন্তু তার সহযোগিরা মামলা করার কারণে আহত জয়নালের পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছে। আহত জয়নাল জানান, মাত্র তিন শতক জমির বিরোধকে কেন্দ্র করে তাকে নৃশংসভাবে কোপানো হয়েছে। ইতোপূর্বে কোপা মোসলেমের কোপের আঘাতে জখম হয়েছে নীলগঞ্জের হোটেল ব্যবসায়ী আরেক জয়নাল। এ ঘটনায় তার স্ত্রী শিউলি বেগম মামলা করেছেন। সবশেষ ২ আগস্ট হোসেনপুর গ্রামের কবির হোসেনকে কোপাতে যায় মোসলেম। কবির ৯৯৯ নম্বরে মোবাইল করে কোনমতে রক্ষা পায়। কলাপাড়া থানা পুলিশ গিয়ে মোসলেমকে গ্রেফতার করে। মোসলেম ভাড়াটে মোটর সাইকেল চালক হলেও কোপানোর সন্ত্রাসের কারণে তাকে এখন কোপা মোসলেম না বললে চিনছে না। বর্তমানে গুরুতর জখম জয়নাল পায়ের রগ কেটে যাওয়ায় প্রতিবন্ধীতার শঙ্কায় রয়েছেন। রয়েছেন পরিবার পরিজন নিয়ে ফেল হামলার শঙ্কায়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply