রবিবার, ২৮ মে ২০২৩, ০৮:১৭ পূর্বাহ্ন
আপন নিউজ রিপোর্টঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে কলাপাড়া উপজেলা বাস, ট্রাক হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগষ্ট) বিকেল ৫ টায় কলাপাড়া উপজেলা বাস, ট্রাক হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন কার্যালয় এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলা বাস, ট্রাক হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন ও ড. শহিদুল ইসলাম বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বাস, ট্রাক হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: রাকিবুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক মোঃ জুনায়েদ বয়াতি (দুলু) ও কোষাধ্যক্ষ আলম গাজী, টিয়াখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা সহ কলাপাড়া উপজেলা বাস, ট্রাক হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে ১৫ আগষ্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত শেষে তবারক বিতরণ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply