আমতলীর স্কুল ছাত্রী কুয়াকাটায় ধর্ষণের শিকার; গ্রেপ্তার-২ | আপন নিউজ

বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
গলাচিপায় সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা রাস ও গঙ্গাস্নানের ব্যাপক প্রস্তুতি; কুয়াকাটাকে সাজানো হয়েছে নতুন সাজে আমতলীতে চলাচলের পথ বন্ধ করে খোলা পায়খানা নির্মাণ; চার পরিবার অবরুদ্ধ! গলাচিপায় আসামীর ভ’য়ে পালিয়ে বেড়াচ্ছে মা-মলার বাদী গলাচিপায় উন্নয়ন অগ্রযাত্রা সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাউফল গৃহবধুর ঝু-লন্ত ম-রদেহ উদ্ধার গলাচিপায় নকল ভেজাল কৃষি উপকরনে ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত বাউফলে তিনদিন ব্যাপী জগদ্ধাত্রী পুজা উৎসব অনুষ্ঠান কলাপাড়ায় প্রতিপক্ষকে ফাসাতে গিয়ে নিজেই ফেসে গেলেন কলাপাড়ায় বিকল্প জীবিকায়নের লক্ষ্যে ছাগল বিতরণ
আমতলীর স্কুল ছাত্রী কুয়াকাটায় ধর্ষণের শিকার; গ্রেপ্তার-২

আমতলীর স্কুল ছাত্রী কুয়াকাটায় ধর্ষণের শিকার; গ্রেপ্তার-২

আমতলী প্রতিনিধিঃ
কুয়াকাটা পর্যটন কেন্দ্রের আবাসিক হোটেলে এক স্কুল শিক্ষার্থী গণধর্ষণের ঘটনায় জিসান ওরফে সোহেল (১৮) ও ভাড়াটিয়া মোটরসাইকেল চালক সাগরকে (২১) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আমতলী থানা পুলিশ জিসান ওরফে সোহেলকে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়ন থেকে এবং সাগরকে আমতলী পৌর এলাকার চৌরাস্তা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত জিসান ও সাগরকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ধর্ষনের ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমতলী থানায় মঙ্গলবার দুপুরে একটি মামলা দায়ের করেন। ওই শিক্ষার্থী আমতলী পৌরসভার মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। মোবাইলফোনে বন্ধুত্ব করতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিক্ষার্থী। গ্রেপ্তার হওয়া জিসান ওরফে সোহেল মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের বাদশা গাজীর পুত্র এবং ভাড়াটে মোটরসাইকেল চালক। সাগর আমতলী পৌরসভার ৯নং ওয়ার্ডের সানু হাওলাদারের ছেলে। আমতলী থানার পুলিশ সূত্রে জানা গেছে,  কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের বাদশা গাজীর পুত্র জিসান ওরফে সোহেলের সাথে মোবাইলফোনে কথাবলার মাধ্যমে ওই শিক্ষার্থীর বন্ধুত্ব হয়। এক পর্যায়ে জিসান ওই শিক্ষার্থীর সাথে দেখা করার প্রস্তাব দেয়। গত সোমবার শেষ বিকেলে জিসান দেখা করতে আমতলী পৌর এলাকায় ওই শিক্ষার্থীর বাসার সামনে যায়। এরপর ওই শিক্ষার্থীর মোবাইলফোনে কল করলে সে বাসা থেকে বের হয়ে জিসানের সাথে দেখা করে। এ সময় জিসান তাঁকে নিয়ে ঘুরে বেড়ানোর কথা বলে একটি অটো রিক্সায় তুলে আমতলী সদর ইউনিয়নের খুড়িয়ার খেয়াঘাটের দিকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই প্রস্তুত রাখা ছিল একটি ভাড়াটে মোটরসাইকেল। এরপর ওই শিক্ষার্থীকে মোটরসাইকেলে তুলে কুয়াকাটায় নিয়ে যাওয়া হয়। এর পর ওই দিন রাত ৮ টার সময় কুয়াকাটা পর্যটন কেন্দ্রের হোটেল রাজু নামে একটি আবাসিক হোটেলে তাঁরা ওঠে। সেখানে জিসান ওরফে সোহেল ও সাগরসহ পাঁচজনে মিলে গণধর্ষন  করে ওই স্কুল শিক্ষার্থীকে। এরপর হোটেল রাজু থেকে শিক্ষার্থীকে নিয়ে ওঠানো হয় সাগর নীড় নামে অপর একটি আবাসিক হোটেলে। হোটেলটির নীচ তলার দু’টি কক্ষ ভাড়া নিয়ে রাতভর পাঁচ যুবক মিলে ধর্ষণ করে স্কুল শিক্ষার্থীকে। মঙ্গলবার সকালে ধর্ষণকারীরা ওই স্কুল শিক্ষার্থীকে একটি পরিবহনে তুলে আমতলী পাঠিয়ে দেয়। সে বাড়িতে গিয়ে মায়ের কাছে পুরো ঘটনা জানায়। মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীর মা আমতলী থানায় ৩ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ২ জনের নাম উল্লেখ করে একজনকে অঞ্জাত দেখানো হয়।
আমতলী থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. হেলাল উদ্দিন  বলেন, ‘ধর্ষিত শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমতলী থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। আমরা দুই ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকী আসামীদেরকেও চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ধর্ষিত হওয়া শিক্ষার্থীর ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, সাগর নীড় আবাসিক হোটেলের রেজিষ্টারে সঠিকভাবে নাম লিপিবদ্ধ করা হয়নি। তা ছাড়া দুটি কক্ষ নিয়ে ধর্ষণকারীরা ছয় জন অবস্থান করলেও রেজিষ্টারে মাত্র একজনের নাম লেখা হয়। হোটেলটির রেজিষ্টারও জব্দ করা হয়েছে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!