রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন
পটুয়াখালীর মির্জাগঞ্জে গ্রামীন সমাজ উন্নয়নে মাদক, যৌতুক ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক প্রচারাভিযান সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং জাপান ইন্টারন্যাশনালকো-অপারেশন এজেন্সী (জাইকা)’র সহযোগীতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক(উপ-সচিব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দীন। আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আল-আমিনের স ালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস হাসিনা হাবিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুদ্দীন ওয়ালীদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবদুর রহমান শামীম প্রমূখ।
আলোচনা সভা শেষে মাদক, যৌতুক ও বাল্যবিয়ে প্রতিরোধে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply