শিক্ষা সমাপনী; কলাপাড়ায় জিপিএ-৫ পেয়েছে ৩১৫ শিক্ষার্থী | আপন নিউজ

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১০:১৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিতি হবে আগামী ৫জুন গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুরগী ব্যবসায়ীকে মা’রধ’র গলাচিপায় অপার সম্ভাবনাময় সু-স্বাদু মুগডাল যাচ্ছে জাপানে গলাচিপায় ঝিলিক সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালকের সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে ভয়ংকর ‘টর্পেডো’ খালে ভেসে আসায় জনমনে আতঙ্ক এক পায়ে লাঠি ভর করে প্রথম ভোট দিতে পেরে খুশি শারীরিক প্রতিবন্ধী আখিনুর আমতলীতে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে একজনের এক মাসের দন্ড কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত আমতলী সদর ইউপি নির্বাচনে শেষ সময়ে প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা; জরিপে এগিয়ে মোতাহার আমতলী একে স্কুল মহাসড়ক থেকে ৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
শিক্ষা সমাপনী; কলাপাড়ায় জিপিএ-৫ পেয়েছে ৩১৫ শিক্ষার্থী

শিক্ষা সমাপনী; কলাপাড়ায় জিপিএ-৫ পেয়েছে ৩১৫ শিক্ষার্থী

বিশেষ প্রতিবেদক, আপন নিউজঃ

কলাপাড়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩০৮ শিশু শিক্ষার্থী এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৭ শিশু শিক্ষার্থী। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে বালক ১২২ ও বালিকা ১৮৬। ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে বালক ২, বালিকা ৫।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪৫৪৯ শিশু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও ৪৪০৫ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে বালক অংশ নেয় ১৮৯২ এবং বালিকা ২৫১৩। পরীক্ষায় মোট অকৃতকার্য শিক্ষার্থী ৭৪। অকৃত কার্য বালক ৪১, বালিকা ৩৩।

অপরদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০৩৮ শিশু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও ৮৪৭ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে বালক অংশ নেয় ৫৪২ এবং বালিকা ৩০৫। পরীক্ষায় মোট অকৃতকার্য শিক্ষার্থী ২২। অকৃত কার্য বালক ১৮, বালিকা ৪।

এদিকে প্রাথমিক শিক্ষা সমাপনীতে শতকরা পাশের হার বালক ৯৭.৮৩, বালিকা ৯৮.৬৯। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় শতকরা পাশের হার বালক ৯৬.৮৬, বালিকা ৯৮.৬৯।

এর আগে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেন কলাপাড়া ইউএনও মো: মুনিবুর রহমান। এসময় সদ্য বিদায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নাসির উদ্দীন খলিফা, সহকারী শিক্ষা অফিসার আবুল বাশার, রফিকুল ইসলাম সহ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গন উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!