শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

আমতলী প্রতিনিধিঃ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে কটুক্তি ও নবী এবং নবুওয়াতির দাবিদার পাকিস্তানের কাদিয়ানী গোলাম আহমদকে কাফের তার অনুসারীদেরও কাফের এবং অমুসলিম ঘোষনার দাবিতে শুক্রবার বাদ জুমা বরগুনার তালতলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
খতমে নবুওয়াত পরিষদ’এর আয়োজনে বাদ জুমা উপজেলার বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তালতলী বন্দরের শাপলা মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ ফজলুল হক জোমাদ্দারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী হাওলাদার,জাতীয় পার্টির তালতলী উপজেলা শাখার সভাপতি এইচ এম খলিলুর রহমান, ইসলামী আন্দোলন তালতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা আফজাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক গোলাম মাওলা, তালতলী মদিনা মসজিদের ইমাম মুফতি ইসমাইল হোসেন, কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি ইসমাইল হোসেন, ও নূরে আলম সুমন প্রমুখ।
বক্তারা বলেন- পবিত্র কোরআন মাজীদের সূরায়ে আহযাবের ৪০নং আয়াতে মহান আলাহ পাক বলেছেন, মুহাম্মদ (স.) আলাহ পাকের রাসূল ও সর্বশেষ নবী। গোলাম আহমদ কাদিয়ানি ইয়াহুদিদের দোসর হিসেবে দুনিয়ার লোভে পড়ে কোরআনের বানীকে অস্বীকার করে সে নবী বলে দাবি করে। বেশ কিছুদিন যাবত বাংলাদেশেও কতিপয় লোকদের মধ্যে এই সেই ভ্রান্ত মতবাদ মোটা অংকের অর্থের বিনিময়ে ছড়াচ্ছে।
এছাড়া কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে কাফির ঘোষণা করে তাদের দখলের সেন্টারগুলোকে সরকারের হেফাজতে নেওয়ার জোর দাবি জানানো হয় এবং কাদিয়ানীদের দোষর প্রাণ আর এফ এল’ এর পন্য বয়কটের ঘোষণা করেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিল।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply