এবার মহিপুর ওসিকে ৭২ ঘন্টার মধ্যে আদালতের কারন দর্শানোর নির্দেশ | আপন নিউজ

রবিবার, ০৫ মে ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গরুতে ঘাস খাওয়া নিয়ে দ্বন্দ্ব; দুজনকে কু’পি’য়ে জ’খ’ম করার অভিযোগ। কলাপাড়ায় প্রান্তিক কৃষকের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ আমতলীতে হতদরিদ্র পেল উপহারের ঘর কলাপাড়ায় তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ কলাপাড়ায় পানিতে ডুবে দুই শি’শু’র মৃ’ত্যু ’উপজেলা পরিষদ নির্বাচন হবে ভয় ভীতিহীন, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন’ -দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী কলাপাড়ায় মাছ লু’টে বা-ধা: দূর্বৃত্তদের হা’ম’লা’য় ঘের মালিকের ছেলে গু’রু’তর জ’খ’ম আমতলীতে সাংসদের উদ্যোগে তৃষ্ণার্ত মানুষের মাঝে খাবার স্যালাইন ও সুপেয় পানি বিতরন আমতলীতে রাজহাঁস নিয়ে দুই পক্ষের সং’ঘ’র্ষে আ’হ’ত-৯ মানুষের কৃতকর্মে বিষাক্ত হয়ে উঠছে পৃথিবী
এবার মহিপুর ওসিকে ৭২ ঘন্টার মধ্যে আদালতের কারন দর্শানোর নির্দেশ

এবার মহিপুর ওসিকে ৭২ ঘন্টার মধ্যে আদালতের কারন দর্শানোর নির্দেশ

বিশেষ প্রতিবেদকঃ

পটুয়াখালীর মহিপুর থানার ওসি মো: মনিরুজ্জামানকে কে আগামী ৭২ ঘন্টার মধ্যে কারন দর্শানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। সোমবার (২০জুলাই) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ জারী করেন।

আদালত সূত্রে জানা যায়, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ধারা ১৯০ (১)(সি) মোতাবেক বিবেচনায় নিয়ে মামলার বিষয়ের প্রাথমিক সত্যতা যাচাইয়ের নিমিত্তে সরেজমিনে পরিদর্শন ও তদন্তের নির্দেশ পূর্বক গত ৩১মার্চ ২০২০ তারিখের মধ্যে ওসি মহিপুর (স্বয়ং) কে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। কিন্তু তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তিন মাসেরও অধিক সময় অতিবাহিত হলেও তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেননি। যা পুলিশ আইন, ১৮৬১ এর ধারা ২৯ মোতোবেক শাস্তিযোগ্য অপরাধ। এবং ম্যাজিষ্ট্রেট কর্তৃক ৩ (তিন) মাসের বেতনের অর্থ জরিমানা দন্ড বা সর্বোচ্চ ৩ (তিন) মাস সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড বা উভয় দন্ডে দন্ডনীয়। এমত অবস্থায়, বর্নিত তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে কেন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হইবেনা সে মর্মে অত্র আদেশ প্রাপ্তির ৭২ ঘন্টার মধ্যে কারন দর্শানোর প্রতিবেদন অত্র বিজ্ঞ আদালতে দাখিলের নির্দেশ প্রদান করা হল। আদেশের অনুলিপি অবগতির জন্য পুলিশ সুপার পটুয়াখালীকে প্রেরন করা হয়েছে।

আদালতের বে সহকারী মো: ফেরদৌস মিয়া ও ষ্টেনো টাইপিষ্ট আসাদুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!