বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
এস এম আলমগীর হোসেনঃ
কলাপাড়ায় শীতের সাথে চলছে গুঁড়ি গুঁড়ি এবং কখনো হালকা বৃষ্টি হচ্ছে। শুক্রবার (৩ ডিসেম্বর) ভোর থেকে বৃষ্টি হওয়ায় বেড়েছে ঠান্ডার তীব্রতা। শুক্রবার সারা দিন সূর্যের দেখা মিলেনি। থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
কিন্তু বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা মুষল ধরে বৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি চলছে।
হাড় কাঁপুনি শীতে বৃষ্টি আগমন, ঠান্ডার পরিমাণকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। শীতের বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বৃদ্ধ, দিনমজুর, জেলে, মাঝিসহ নিম্ন আয়ের মানুষের।
কনকনে শীত আর বৃষ্টিতে কলাপাড়া পৌর বাজারগুলোতে জনশূন্য প্রায়।
সকাল থেকে বৃষ্টি হওয়ায় নদী পাড়ের মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। বিশেষ করে এ এলাকার দরিদ্র মানুষ তাদের কাজকর্মে যেতে পারছেন না বৃষ্টি ও শীতের কারণে। গ্রামীণ সড়কগুলো কাদায় মাখামাখি হয়ে গেছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply