রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:৩৭ পূর্বাহ্ন
আপন নিউজ ডেস্কঃ
কলাপাড়ায় পাঁচ লাখ টাকা চাঁদা দাবীর বিরুদ্ধে মহিপুর সাবেক ইউপি সদস্যাসহ স্বামী-স্ত্রী কারাগারে প্রেরন করেছেন আদালত।
মামলা সুত্রে জানা গেছে, উপজেলা মহিপুর থানার বিপিনপুর সাকিনের জালাল উদ্দিন আহমেদ এর পুত্র মোঃ জহিরুল হক ১৮ জুলাই ২০২০ রোজ শনিবার সকাল সাড়ে সাতটায় শিববাড়িয়া মৌজার এসএ ৩ নং খতিয়ানে ওয়ারিশ প্রাপ্ত ৪.২৫ একর জমিতে চাষাবাদ করতে থাকে। এ সময় প্রতিবেশী অলিউল্লাহ গাজী (৪০), তার স্ত্রী মোসাঃ বিউটি বেগমসহ দলবল নিয়ে এসে পাঁচ লাখ টাকা চাঁদার দাবীতে বাঁধা দেয়। জহিরুল হক চাঁদার টাকা দিতে অস্বীকার করলে চাঁদাবাজেরা ভয়ভীতি প্রদর্শন, এাস সৃস্টি, বিশৃঙ্ঘল অরাজতা সৃষ্টি করে তাকে মারপিট করে, ট্রাক্টর মেশিন ভাঙ্গচুর ও বীজতলা নষ্ট ১০ হাজার টাকা ক্ষতি সাধন করে। তখন আশ- পাশ থেকে লোকজন এসে তাকে উদ্ধার করে। এব্যাপারে জহিরুল হক পরদিন মহিপুর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ পেয়ে অফিসার ইনচার্জ মহিপুর থানা কোনো ব্যবস্হা গ্রহন না করায় গত ১০ আগষ্ট মোকাম পটুয়াখালী দ্রুত বিচার আদালতে অলিউল্লাহ (৪০), ফেরদৌস (২২), নেছার উদ্দিন (৪০)বিউটি বেগম (৩০), বায়জিদ (২২), রাসের (২৪), মনিন (২২), মেহেদী (১৯),বনিআমিন (১৯) সহ ১৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। বিচারক মামলাটি আমলে নিয়ে পরবর্তি ব্যবস্হা কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেন। বিচারক মামলাটি পেয়ে শুনানী শেষে গত ৮ সেপ্টেম্বর ২০ তারিখে মামলার সত্যতা যাচাই করার জন্য মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্দেশ প্রদান করেন। অধ্যক্ষ মামলাটি সরেজমিনে তদন্ত পুবর্ক গত ২৮ অক্টোবর প্রতিবেদন দেন। বিচারক প্রতিবেদন প্রাপ্তিতে পর্য্যালোচনা শেষে ১৪ জানুয়ারি ২১ আসামী অলিউল্লাহ গাজী ও বিউটি বেগম এর বিরুদ্ধে মামলা আমলে নিয়ে গ্রেফতারী পরোয়ানা ও অন্যদের প্রতি সমন জারির নির্দেশ প্রদান করেন। পরে আসামী অলিউল্লাহ গাজী ও বিউটি বেগম সেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মামলাটির গুরুত্ব অনুধাবন করে আসামীদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন, এডভোকেট শাহজাহান পারভেজ, আসামী পক্ষে এডভোকেট নাথুরাম ভৌমিক।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply