বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:৪১ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদকঃ
কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির বার্ষিক সাধারন সভা ও নির্বাচন বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বার ভবনে অনুষ্ঠিত হয়েছে।
কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ আদালতে প্রাকটিসরত আইনজীবীদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে অ্যাডভোকেট আ: সত্তার-৫ সভাপতি ও অ্যাডভোকেট খন্দকার শাহাব উদ্দীন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন যথাক্রমে বিজ্ঞ অ্যাডভোকেট জ্ঞানেন্দ্র চন্দ্র মন্ডল, অ্যাডভোকেট আলহাজ্ব নুর হোসেন খান ও অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু।
এরআগে বার ভবনে চৌকি আদালত আইনজীবী সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি অ্যাডভোকেট মো: মজিবুর রহমান চুন্নু। সাধারন সভায় সমিতির বার্ষিক আয়-ব্যায়ের রিপোর্ট পেশ করেন বিদায়ী
সাধারন সম্পাদক অ্যাডভোকেট আ: ছালাম মিয়া।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞ অ্যাডভোকেট জালাল উদ্দীন তালুকদার, অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, অ্যাডভোকেট তপন কুমার ভৌমিক, অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন, অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, অ্যাডভোকেট সাইদুর রহমান প্রমূখ। এসময় বক্তারা বিচার প্রার্থী মানুষকে আইনী সহযোগীতা প্রদান সহ আইনজীবীদের কল্যানে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিকে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে কলাপাড়া প্রেসক্লাব, আইনজীবী সহকারী সমিতি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। আইনের শাসন প্রতিষ্ঠায় বিজ্ঞ আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন তাঁরা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply