ঘূর্নিঝড় বুলবুলের কবলে পড়ে বঙ্গোপসাগরে নিখোজ সাত জেলে পরিবারের হাতে কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেয়া হয়েছে।

(
বৃহস্পতিবাির (৯ ডিসেম্বর) দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্থ জেলে পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তার কুড়ি হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমান। এসময় লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস উপস্থিত ছিলেন। এর আগে এসব জেলে পরিবারকে সাবলম্বী করতে সেলাইমেশিন এবং শীত বস্ত্র দেয়া হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমান বলেন, যেসব পরিবার তাদের উপার্যনক্ষম ব্যক্তি নিখোজ রয়েছে তাদের সন্ধানে প্রশাসন প্রচেস্টা অব্যাহত রেখেছে। পাশাপাশি এসব পরিবারের সাবলম্বীতার জন্য সেলাই মেশিন প্রদান করা হয়েছে। পুজির প্রয়োজনে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য ঘূর্নিঝড় বুলবুলের কবলে পড়ে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে নিখোজ হয়।
কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের সিরাজুল, আলমাচ সরদার, আলমাছ হাওলাদার, সোহেল শরীফ, কাওসার খান, মনসুর হাওলাদার, নয়া প্যাদা।
Leave a Reply