বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) ও দলটির সিনিয়র নায়বে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)-কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ করে পোস্ট দেওয়ায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন জাতীয় সমাজতান্ত্রীক দল-জেএসডি নেতা বাবুল মুন্সী ও একই এলাকার দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিসহ মোট দু-জনের বিরুদ্ধে কমলনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর উপজেলা শাখার মাওলানা হোসাইন আহমাদ নামের এক নেতা বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, বুধবার (২০ এপ্রিল) রাত সাড়ে সাত ঘটিকার সময় চরমার্টিন ইউনিয়নের মুন্সীরহাট এলাকার ছিদ্দিকুল্লাহ মুন্সীর ছেলে জেএসডি নেতা বাবুল মুন্সী তার নিজস্ব ফেইসবুক আইডি থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) ও দলটির সিনিয়র নায়বে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)-এর ছবিসহ নানা অশ্লীল মন্তব্য লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ব্যঙ্গচিত্র পোস্ট করলে বিষয়টি নিয়ে লক্ষ্মীপুর, কমলনগর ও রামগতি উপজেলায় দলটির নেতাকর্মী ও চরমোনাই পীরের ভক্ত মুরিদানের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে যে কোনো সময় বিক্ষোভ মিছিল ও ঘেরাও কর্মসুচিসহ কমলনগর উপজেলায় ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া পীর সাহেব চরমোনাইকে নিয়ে ফেসবুকে তার এই ধরনের পোস্ট ধর্মীয় সহিংসতা সৃষ্টির আশংকা থাকায় কমলনগর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে তারা আইনের আশ্রয় নেন।
এর আগেও বাবুল মুন্সী নামের এই কথিত নেতা চরমোনাই হযরত পীর সাহেব হুজুর ও ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে নানা অশালিন ভাষায়, কুরুচিপূর্ণ ও মিথ্যা পোস্ট করে সামাজিক দাংগা সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত থাকে।
এই বাবুল মুন্সী জেএসডির রাজনীতির সাথে যুক্ত থেকে সরকার বিরোধী নানা পোস্ট ও মন্তব্য করে আলেম ওলামাদেরকে সরকার ও সরকারী দলের মুখোমুখি করে রক্তপাত করার মিশন নিয়ে মুন্সীরহাট এলাকায় নানা ষড়যন্ত্রে মেতে উঠেন বলে জানান ঐ এলাকার শতাধিক মানুষ।
তার দল জেএসডি’র অস্তিত্ব এখন নেই। তাই অন্য রাজনৈতিক শক্তি ও আলেমদেরকে খেপিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর কথিত নেতা দাবিদার বাবুল মুন্সী।
মামলার বাদী মাওলানা হোসাইন আহমাদ জানান, কমলনগর-রামগতি উপজেলায় কয়েকজন ব্যক্তি তাদের নিজস্ব ফেইসবুক আইডি থেকে কয়েকদিন যাবত ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পীর সাহেব চরমোনাইকে নিয়ে নানা অশ্লীল মন্তব্য লিখে ফেসবুক পোস্ট করে ওলামায়ে কেরাম ও চরমোনাই পীরের ভক্ত মুরিদান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মীদেরকে সহিংসতা সৃষ্টি করার জন্য উস্কে দিচ্ছে।
বিষয়টি নিয়ে দলীয়ভাবে তারা ঐ সব আইডিগুলো খুঁজে বের করে আইনিভাবে মোকাবেলা করবেন। এছাড়া বাবুল মুন্সী নামের এই লোকটি সব সময় ইসলাম ও মুসলমানদের মধ্যে ধর্মীয় সহিংসতা সৃষ্টি করার জন্য ফেসবুকে নানা কুরুচিপূর্ণ-বিতর্কিত ও সরকার বিরোধী উস্কানিমূলক নানা পোস্ট করে ওলামায়ে কেরামদের মধ্যে সংঘাত সৃষ্টি করার জন্য পাঁয়তারা করে আসছে। তাই আমরা আইনের আশ্রয় নিয়েছেন বলেও জানান মামলার বাদী।
এ ব্যাপারে অভিযুক্ত জেএসডি নেতা বাবুল মুন্সী বলেন, আমি তো সরকারের বিরুদ্ধেও নানা পোস্ট করেছি। গণতন্ত্র রক্ষায় এগুলো করতেই পারি।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেহ উদ্দীন অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করার জন্য ফাঁড়ি থানায় পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply