শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্কঃ বসুন্ধরা গ্রুপের এমডির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রাজধানীর গুলশানের ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার ঘটনায় দায়ের করা মামলার আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৭ এপ্রিল) আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ্য মহানগর হাকিম তা মঞ্জুর করেন।
সোমবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ গুলশানের ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ জানান, মোসরাত জাহান মুনিয়া নামের ওই তরুণীর গ্রামের বাড়ি কুমিল্লায়। গত মার্চ মাস থেকে সে গুলশান ২ নম্বর রোডের ১২০ নম্বর বাসার একটি ফ্ল্যাটে থাকতেন।
এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে শিল্প গ্রুপ বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের বোন। একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে নিহতের পরিবার।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply