শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:৫০ অপরাহ্ন
কলাপাড়ায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার
আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়ায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবা ও গাঁজা সহ মোঃ আমির হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে কলাপাড়া দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (২২ মে)সকাল ১০ টায় কলাপাড়া দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ফরহাদ হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ আমির হোসেনের নিজ বসত বাড়ি থেকে ১০গ্রাম গাঁজা ও ১০পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়।
তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। কলাপাড়া থানার মামলা নং-১৩, তাং ২২/০৫/২১ইং। ওই মামলায় তার ছেলে মোঃ রায়হান হোসেন কে পলাতক আসামী হিসেবে অন্তর্ভুক্ত করছে।
উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের মৃত আজিজ হাওলাদারের ছেলে।
উল্লেখ্য, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ইতিপূর্বে আমির হোসেনের স্ত্রী রুনা বেগম কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। আমির হোসেন ও তার স্ত্রীর নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply