আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
কলাপাড়া উপজেলা প্রশাসন ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষ উদ্যাপন করেছে। যথাযথ মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাক-শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহনে বর্ণাঢ্য র্যালী বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে বঙ্গবুন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী এবং বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রামের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের সাবেক অধ্যক্ষ দেলওয়ার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌরমেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, ড. শহিদুল ইসলাম। কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ মো. মনিরুল ইসলাম প্রমূখ।
এছাড়া শহীদ শেখ কামাল কমপ্লেক্স অডিটোরিয়াম চত্বরে বিকাল তিনটায় শিশু কিশোরদের অংশগ্রহনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠিত হবে। রাতে ঢাকায় আয়োজিত “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এর মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি এলইডি পর্দায় সম্প্রচার করা হবে এবং সবশেষে বর্ণিল আতশবাজি প্রদর্শণ করা হবে।
Leave a Reply