কলাপাড়ায় গাঁজাসহ তিন জনকে গ্রেফতার | আপন নিউজ

রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:০০ পূর্বাহ্ন

কলাপাড়ায় গাঁজাসহ তিন জনকে গ্রেফতার

কলাপাড়ায় গাঁজাসহ তিন জনকে গ্রেফতার

ছবি বামে থেকে ১-সজল বালা (২৪),২- ইমন হোসেন ও ৩-পলাশ মিত্র।

আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়ায় গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৬ মে) দিবাগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী খ সার্কেল পরিদর্শক মোহাম্মদ ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি টিম কলাপাড়া থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

 

অধিদপ্তরের পটুয়াখালী খ সার্কেল পরিদর্শক মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, তাদের কাছে ইনফরমেশন ছিল ইদানিং মাদক ব্যবসায়ীরা নির্বিঘ্নে মাদক কেনা বেচার জন্য তারা গভীর রাত কে বেছে নিয়েছে। সারা রাত অভিযান চালিয়ে তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় । তারা হলেন, ইমন হোসেন (২২) পিতা মোঃ বজলুর রহমান, সাং নাচনা পাড়া, পলাশ মিত্র (২৪) পিতা -হালাল মিত্র , সাং নাচনাপাড়া, কলবাড়ি, সজল বালা (২৪)পিতা-মৃত শুশীল বালা।
এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কলাপাড়া থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়।
যথাক্রমে কলাপাড়া থানার মামলা নং ১৫,১৬ও ১৭তাং (সকলের একুই )২৭/০৫/২০২১ইং।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By MrHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!