মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:১৫ পূর্বাহ্ন
পটুয়াখালীতে স্বাভাবিক আদালত কার্যক্রম পরিচালনার দাবীতে আইনজীবীদের মানববন্ধন
বিশেষ প্রতিবেদকঃ পটুয়াখালীতে ভার্চুয়াল নয়, স্বাভাবিক আদালত কার্যক্রম পরিচালনার দাবীতে মানববন্ধন করেছেন আইনজীবীরা। রবিবার সকালে জেলা আইনজীবী সমিতির উদ্দোগে জেলা আইনজীবী সমিতি’র সামনে এবং জেলার বিভিন্ন উপজেলায় জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে আইনজীবীদের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্বাভাবিক আদালত কার্যক্রম পরিচালনার দাবীতে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সহ জ্যেষ্ঠ আইনজীবীরা।
একই দিন সকালে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির উদ্দোগে আয়োজিত মানববন্ধনে অংশ নেন কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও সহকারী জজ আদালতে প্রাকটিসরত আইনজীবীরা। এসময় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি অ্যাড.
আবদুস সত্তার (৫)।
এদিকে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্র্রেট আদালত প্রাঙ্গনে মানববন্ধন করেছে গলাচিপায় কর্মরত আইনজীবীরা। অ্যাডভোকেট আঃ খালেক মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবীরা। এসময় বক্তারা ভার্চুয়াল আদালত পদ্ধতিকে বাদ দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাভাবিক আদালত কার্যক্রম পরিচালনার অনুরোধ জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply