মহিপুরে ধুমপানে বাধা দেওয়ায় মাছের ঘেরের বেড়ার উপর হামলা | আপন নিউজ

শনিবার, ০৩ Jun ২০২৩, ০৭:৫৪ পূর্বাহ্ন

মহিপুরে ধুমপানে বাধা দেওয়ায় মাছের ঘেরের বেড়ার উপর হামলা

মহিপুরে ধুমপানে বাধা দেওয়ায় মাছের ঘেরের বেড়ার উপর হামলা

স্টাফ রিপোর্টারঃ

ধুমপানে বাধা দেওয়ায় পটুয়াখালীর মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুর গ্রামের থানখোলা স্লুইসগেট সংলগ্ন একটি মাছের ঘেরের বেড়ার উপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে মালয়েশিয়া প্রবাসী মোঃ সাদেক মোল্লার ছোট ছেলে ও ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মোঃ ফেরদৌস (১৪) এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ফেরদৌসের প্রতিবেশী মোঃ মনির হোসেন মীর বলেন, ‘আমি রাতে ফেরদৌসকে ঘেরের দিক থেকে আসতে দেখেছি এবং ও একাই ছিলো। পরে আমি ঘেরের দিকে হেঁটে গিয়ে সেখানে আর কাউকেই দেখতে পাইনি। তবে বেড়ার দিকে আমি খেয়াল করিনি।’

কিন্তু ঘেরের মালিক আবুল মালেক হাওলাদার সন্দেহের তীর ফেরদৌসের দিকে তাক করে বলেন, ‘আজ (বুধবার) সকালে ফজরের নামাজ আদায় করে ঘেরের কাছে গিয়ে দেখি নেট দিয়ে দেয়া আমার ঘেরের বেড়া ব্লেড দিয়ে কেটে ছিন্নভিন্ন করা হয়েছে। তবে বেড়া ফেরদৌসই কেটেছে। কারণ গত ২ দিন আগে ও ওই বেড়ার কাছে বসে সিগারেট খাচ্ছিলো এবং সিগারেটের আগুন দিয়ে বেড়া পুড়ছিলো। এতে বাধা দেয়ায় ও আমার উপর ক্ষিপ্ত হয়েই এ ঘটনা ঘটিয়েছে।’

তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে ডেকে এনে এ ঘটনার কথা জানালে তাঁরা ফেরদৌসকে জিজ্ঞেস করেন। কিন্তু ফেরদৌস ও তার পরিবার এ ঘটনায় জড়িত নয় বলে জানিয়েছে।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ফেরদৌস এর আগেও চুরি ও ইভটিজিং সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By MrHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!