রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:৫২ পূর্বাহ্ন
আমতলী (বরগুনা) প্রতিনিধি।। সরকার ঘোষিত বিধি নিষেধ উপেক্ষা করে ঘরের বাহিরে বের হওয়ায় আমতলী উপজেলা প্রশাসন ৬২ জনকে ২৯ হাজার ৭’শ টাকা অর্থদন্ড করেছেন। গত তিন দিনে ভ্রাম্যমান আদালত এ অর্থদন্ড করেন।
জানাগেছে, করোনা থেকে মানুষকে রক্ষায় সরকার গত বৃহস্পতিবার বিধি নিষেধ ঘোষনা করেন।
সংক্রামণ রোগ ব্যাধি বিস্তারে মানুষকে ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু মানুষ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ঘরের বাইরে বের হয়। সংক্রামণ রোগ ব্যাধি বিস্তার রোধে আমতলীর ইউএনও মোঃ আসাদুজ্জামান ও এসিল্যান্ড নাজমুল ইসলাম বৃহস্পতি, শুক্র ও শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সরকারী আদেশ অমান্য করায় দন্ডবিধির ২৬৯ ধারায় ৬২ জনকে ২৯ হাজার ৭’শ টাকা অর্থদন্ড করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলাম বলেন, সংক্রামণ রোগ ব্যাধি বিস্তার ও জন সমাগম করে স্বাস্থ্যবিধি না মানায় দন্ডবিধির ২৬৯ ধারায় ৬২ জনকে ২৯ হাজার ৭’শ টাকা অর্থদন্ড করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply