মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:১৭ পূর্বাহ্ন
সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় লকডাউনের চতুর্থ দিনে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৪ জনকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৪ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত পৌরসভাসহ উপজেলার কয়েকটি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ব্যবসায়ী ও পথচারিকে এ অর্থদন্ড ও ৪টি মামলা দেয়া হয়।
ভ্রাম্যমান আদালতের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার ক্ষুদ্র ব্যবসায়ী ও পথচারিকে ১ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম ক্ষুদ্র ব্যবসায়ী ও পথচারিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, বিনা প্রয়োজনে রাস্তায় বের হবেন না। দেশে এখন শনাক্তের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তাই সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি। মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখুন। মনে রাখবেন আপনি আমি ক্ষতিগ্রস্থ হওয়া মানে দেশের ক্ষতি হওয়া। সরকারের নির্দেশ মত আমাদের এ অভিযান অব্যহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, ভূমি অফিসের সহকারী মো. শফিকুর রহমান প্রমুখ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply