বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:২৫ পূর্বাহ্ন
সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি শেষে সরকারের ঘোষিত ১৪ দিন লকডাউনের প্রথম দিনে বিধিনিষেধ অমান্য করায় ৩৯ জনকে ৪২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৌরসভাসহ উপজেলার গোলখালী ও ডাকুয়া ইউনিয়নে দুইটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ব্যবসায়ী ও পথচারিকে এ অর্থদন্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার ৬ ব্যবসায়ী ও ৯ পথচারিকে ৩৩ হাজার ৭০০ টাকা জরিমানা করেন।
এদিকে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম চব্বিশ পথচারিকে ৮ হাজার ৮০০ টাকা জরিমানা করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply