রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:৫৯ অপরাহ্ন
আপন নিউজ,কলাপাড়া অফিসঃ
রক্ষণাবেক্ষণের নামে দিনের পর দিন টানা বিদ্যুত সরবরাহ বন্ধ রাখা। বিদ্যুত থাকলেও প্রতিদিন ৫-৬ ঘন্টা বিদ্যুত বিভ্রাট, যথাসময় বিদ্যুত বিল না দেয়াসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে কলাপাড়ায় গ্রাহকরা বৃহস্পতিবার সকাল ১০টায় কলাপাড়া পৌরশহরের মনোহরি পট্টিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। নাগরিক উদ্যোগ কলাপাড়া আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কমরেড নাসির তালুকদার। বক্তব্য রাখেন মতিয়ার রহমান মতি, প্রভাষক রফিকুল ইসলাম, কাউন্সিলর মনোয়ারা বেগম, শিক্ষক অমল কর্মকার, হেমায়েত উদ্দিন লিটন প্রমুখ। বক্তারা বিদ্যুত সরবরাহ নিয়ে তালবাহানা বন্ধের আহ্বান জানান। নইলে বৃহত্তর আন্দোলন করার ঘোষণা দেয়া হয়। তারা আসন্ন এসএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply