
আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার (২৫ জুানুয়ারি) ষ্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নিবার্চনের ঘিরে বিদ্যালয় ক্যাম্পাস ছিল উৎসবের আমেজ। গনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রভাব মুক্ত নিবার্চনে ১৭ জন প্রাথী এই নির্বাচনে অংশ গ্রহন করছে। নির্বাচনে ১৪০২ জন শিক্ষার্থী ভোটারের মধ্যে ছয়’শ ৮১ জন ভোট প্রদান করলে এর মধ্যে দুই শ, ৭৮ ভোট পচাঁ গেছে।
নির্বাচনে বিজয়ীরা হলেন, সৈয়দা জায়ন্ আহমেদ (দশম), রাশিদ খান রাজা (দশম), হাম্মাদ (নবম), মেহেদি হাসান ইবু(নবম), মো. রানা (অষ্টম), মনজুমা আক্তার অধোরা (সপ্তম), মো.মিঠু ইসলাম (সপ্তম), এ এম জুবায়ের হোসেন(৬ষ্ট)।
খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ষ্টুডেন্ট কেবিনেট নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন দশম শ্রেনির শিক্ষার্থী মো. রেদোয়ানুল ইসলাম জিসান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা জানান, শান্তিপূর্ণ, সারিবদ্ধ ভাবে দাড়িয়ে নির্বাচনে ছাত্র-ছাত্রীরা ব্যাপক আগ্রহ ও উৎসাহ নিয়ে ভোট প্রদান করেছে। এতে শিক্ষার্থীদের অংশগ্রহন ছিল চোখে পড়ার মতো। নির্বাচন থেকে ছাত্র-ছাত্রীরা অনেক কিছু শিখতে পারবে।
Leave a Reply