শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদকঃ আদালতে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বিচারকের নির্দেশে আদালত থেকেই ফৌজদারী কার্যবিধির ২১১ ধারায় অভিযুক্ত হয়ে আটক হলেন বাদী। বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট চৌকি আদালতে এ ঘটনা ঘটে। পরে আটককৃত ব্যক্তি ছত্তার মোল্লা’র পক্ষে জামিনের আবেদন করলেও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরনের আদেশ প্রদান করেন।
এর আগে উপজেলার ধানখালী ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মো: ছত্তার মোল্লা (৬৫) একই ইউনিয়নের মহসিন মাতুব্বর সহ ৪ জনের বিরুদ্ধে ২২ মার্চ ২০২১ বিজ্ঞ আদালতে হত্যা চেষ্টা সহ গুরুতর সব অভিযোগে নালিশী মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার অভিযোগের বিষয়ে কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো: আল আমিনকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।
এরপর পুলিশ কর্মকর্তার তদন্তে উঠে আসে বাদী নিজে নিজে সাধারন আঘাত প্রাপ্ত হয়ে অসুস্থ হয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি হন। আঘাতের বিষয়টি পুঁজি করে বিবাদীদের হেয় করার লক্ষে আদালতে মামলা করেন। মামলার অভিযোগের স্বপক্ষে সাক্ষ্য, প্রমান সহ জখমী সনদ পাওয়া যায়নি। যাতে মামলাটি মিথ্যা বলে পরিগনিত হয়েছে মর্মে তদন্ত কর্মকর্তা তার অনুসন্ধানকৃত তদন্তের মতামতে উল্লেখ করেন। এতে বাদী সংক্ষুব্ধ হয়ে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজী দরখাস্ত দাখিল করেন। বুহস্পতিবার শুনানী শেষে আদালত মামলাটি খারিজ করে বাদীর বিরুদ্ধে স্বপ্রনোদিত হয়ে ফৌজদারী কার্যবিধির ২১১ ধারায় তাকে গ্রেফতারের নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো: ফেরদৌস মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply