কলাপাড়ায় চাঁদা না পেয়ে ঘেরের মাছ লুট ও জমি দখলের চেষ্টার ঘটনায় মামলা | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১২ জেলে জীবিত উদ্ধার গলাচিপায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু এসএসসি পরীক্ষার্থীর মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি-৯ কলাপাড়ায় দু’র্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লু’ট পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়ন প্রত্যাশী মুফতি হাবিবুর রহমান মিছবাহ কলাপাড়ায় সড়ক দু’র্ঘ’ট’না’য় সৌদি ফেরত নারী নি’হ’ত, আ’হ’ত-২ কলাপাড়ায় প্রকাশ্যে মা’ত’লা’মি, ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের এক মাসের জে’ল কলাপাড়ায় মামলা থেকে বাঁচাতে ছাত্রলীগ নেতাকে বিএনপি’র সক্রিয় কর্মী হিসেবে প্রত্যয়ন কলাপাড়ায় কুখ্যাত চো’র পলাশ জনতার হাতে আ’ট’ক: পাঁচ বছরের চু’রি জীবনের অবসান দশমিনায় নি’খোঁ’জে’র ১৭ ঘণ্টা মোবাইল টাওয়ারের চূড়া থেকে কিশোরী উ’দ্ধা’র ভিপি নূর আ. লীগকে দলে টেনে পুনর্বাসন করছে: হাসান মামুন
কলাপাড়ায় চাঁদা না পেয়ে ঘেরের মাছ লুট ও জমি দখলের চেষ্টার ঘটনায় মামলা

কলাপাড়ায় চাঁদা না পেয়ে ঘেরের মাছ লুট ও জমি দখলের চেষ্টার ঘটনায় মামলা

আপন নিউজ, অফিসঃ কলাপাড়ায় চাঁদা না পেয়ে ঘেরের মাছ লুট করে জমি দখলের অভিযোগ এনে আদালতে মামলা হয়েছে।

উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব বাদুরতলী গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

এঘটনায় মো. মহিউদ্দিন (৫৫) বাদী হয়ে মো. আবু বকর সিকদার (৩৫), মো. নুর ইসলাম সিকদার (৪০), মো. বশার সিকদার (৫০), মো. নান্নু সিকদার (৪০), মো. হারুন সিকদার (৩৫), মো. ফিরোজ ওরফে ফেরদাউস (৩০), মো. রাসেল (২২), মো. মনির (৩৫), মো. মামুন ও মো. স্বপন সহ আরও অজ্ঞাতনামা ১৫/২০ জন আসামী করে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব বাদুরতলী গ্রামের মৃত আজিজ বেপারীর ছেলে মো. মহিউদ্দিন মামলায় উল্লেখ করেন, কলাপাড়া উপজেলাধীন জে.এল ৯, রজপাড়া মৌজায় এস. এ ২৬ ও ২২ নং খতিয়ানে (০.৬১৫০+০.১১০০)=০.৭২৫০ একর ভূমি আমার পিতা খদিরসূত্রে ভোগবান মালিক দখলকার বিদ্যমান অবধারিত থেকে আজিজ বেপারী লোকান্তরিত হইলে প্রোক্ত ভূমিতে ওয়ারিশ থাকি আমি সহ আমার ভাই ও বোন। আমরা ওয়ারিশ সূত্রে ভোগবান মালিক দখলকার বিদ্যমান থাকিয়া এস.এ এ্যান্ড টি এ্যাক্টের ১৪৩ ধারা সহ ১১৬ ও ১১৭ ধারার বিধান মতে ৯৫২ কে/১৬-১৭ সনের ( পাট-১) নামজারী সহ জমা একত্রিকরণ করে আমাদের নামে ৩৬৭ নং খতিয়ান খুলিয়া খাজনা দাখিলা প্রাপ্তি হয়ে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। উক্ত সম্পত্তি জবর দখলে নেয়ার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত থেকে আমাদের কাজ থেকে মো. আবু বকর সিকদার ও মো. মনির পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসতে থাকে।
তিনি আরও উল্লেখ করেন, গত বুধবার (১ সেপ্টেম্বর) আসামীরা একজোট হয়ে দা, ছেনা, রামদা, লোহার রড়, মাটি কাটার ভেকু মেশিন, বেড় জাল, ঝাকি জাল, বস্তা ইত্যাদি নিয়ে আমার উক্ত সম্পত্তি ভেকু মেশিন দ্বারা ঘেরের পাড় কাটিয়া আকার আকৃতি ও শ্রেনী পরিবর্তন করে আসামীরা ০১৩১৮৭৭২০৭৩০১৭১৩৯৫৮৬৮১ মোবাইল নাম্বার সহ সাইনবোর্ড স্থাপন করে আমার অনুমান পাঁচ লক্ষ  টাকার ক্ষতি করে।





এক পর্যায় মাছের ঘেরের মাছ আসামিরা বেড় জাল দিয়ে বিভিন্ন প্রজাতির অনুমান দুই লক্ষ টাকার মাছ ধরে নিয়ে যায়। এতে মামলার বাদী মো. মহিউদ্দিন তার ঘেরের মাছ ধরা ও  উক্ত সম্পত্তি ভেকু মেশিন দিয়ে মাটি কাটিতে বাধা দিলে খুন-জখমের হুমকি দেয়। এবং বাদী মো. মহিউদ্দিন তার জমি ভোগ দখল করতে হলে আসামিদের পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তা না হলে ওই সম্পত্তি ভোগ দখল করতে দিবে না বলে হুমকি দেয়।

এ ঘটনায় ১০ জনকে আসামী করে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!