শনিবার, ২২ মার্চ ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
আমতলী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৫ তম জন্মদিন উপলক্ষে আমতলী বকুলনেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়।
কলেজের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম সরোয়ার টুকুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব এমএ কাদের মিয়া, সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান। সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোসাঃ ফেরদৌসি আক্তার, প্রনব কুমার সরকার, মোঃ বশির উদ্দিন আহম্মেদ, উত্তর কুমার কর্মকার, মোঃ জয়নুল আবেদীন, মোঃ জলিলুর রহমান, সৈয়দ ওয়ালী উল্লাহ, মোঃ কবির হোসেন, শাহিনুর তালুকদার ও মোঃ হোসাইন আলী কাজী প্রমুখ।
সভায় বরগুনা জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক কলেজের সভাপতি গোলাম সরোয়ার টুকু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতেই আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। তার অদম্য পরিশ্রমেই আজ দেশে দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী মানেই দেশের উন্নয়ন।
উল্লেখ গত ২০ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরগুনা জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকুকে সভাপতি করে আমতলী বকুলনেছা মহিলা কলেজের ব্যবস্থাপনা কমিটি গঠন করে। কলেজের সভাপতি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মতবিনিময় সভার মাধ্যমেই কলেজে তার কার্যক্রম শুরু করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply