শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৭ পূর্বাহ্ন
আপন নিউজ অফিসঃ জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, কলাপাড়া চৌকি আদালত বিশেষ কমিটির “এ্যাডভোকেসি মিটিং উইথ লিগ্যাল এইড কমিটি ” শীর্ষক সভা বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ার সভাপতিত্ব করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশীপ এর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন এ্যাডভোকেট আব্দুস সত্তার, কলাপাড়া থানার ওসি মোঃ জসীম, এ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন খন্দকার, সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু, জাহিদ রিপন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, ফ্রেন্ডশীপ সমন্বয়কারী মোহাম্মদ জুয়েল রানা, এ্যাডভোকেট নাসির উদ্দিন সোহাগ, এ্যাডভোকেট কাওসার হোসেন, উপকারভোগী মোসাঃ তাসলিমা, আঃরব হাওলাদার প্রমুখ।
বক্তারা দরিদ্র পরিবারকে বিনা টাকায় লিগ্যাল সহায়তা প্রদানের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply