
আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী ভাড়ানি খালের সেতু ধসে নিখোঁজ হওয়া আনেচ প্যাদার (৪০) মৃতদেহ সংলগ্ন খাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঝুকিপুর্ণ ওই সেতুর উপর দিয়ে বালু বোঝাই ট্রলি নিয়ে পার হতে গেলে ট্রলিসহ সেতুটি খালে ধসে পড়ে। এসময় গুরুতর আহত হয় চার জন, নিখোঁজ থাকে আনেচ প্যাদা। দুর্ঘটনার পর থেকে ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস টিম উদ্ধার অভিযান চালায়।
ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন জানান, খালের দক্ষিণ দিকে প্রায় আধা কিলোমিটার দুরে আনেচ প্যাদার লাশটি বৃহস্পতিবার সন্ধ্যায় ভাসমান অবস্থায় পাওয়া গেছে।
Leave a Reply