রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:২৩ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধি: জেলা পরিষদ নির্বাচনে আমতলী উপজেলার ২ নং ওয়ার্ডের সদস্য পদে আহুরুজ্জামান আলমাছ খান ও মোঃ আবুল বাশার নয়ন মৃধা সমান ভোট পেয়েছে। ১০২ ভোটের মধ্যে আহুরুজ্জামান আলমাছ খান ৪৫, মোঃ আবুল বাশার নয়ন মৃধা ৪৫ এবং অ্যাড. আরিফ-উল-হাসান আরিফ পেয়েছেন ১২ ভোট। দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় বিপাকে পড়ে প্রিজাইডিং অফিসার। বিকেল সাড়ে তিনটায় প্রিজাইডিং অফিসার মোঃ জিয়াউল হক মিলন বরগুনা জেলা প্রশাসনের কার্যালয়ে জেলা পরিষদ আইনের নির্বাচনী বিধান মতে লটারির মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হবে বলে ঘোষনা দেন।
জানাগেছে, বরগুনা জেলা পরিষদ নির্বাচনে আমতলী উপজেলা থেকে সদস্য পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন অ্যাড. আরিফ-উল হাসান আরিফ, মোঃ আবুল বাশার নয়ন মৃধা, মোঃ আহুরুজ্জামান আলমাস খাঁন। শান্তিপুর্ণভাবে ১০৪ জন ভোটারের মধ্যে ১০২ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এর মধ্যে আহুরুজ্জামান আলমাছ খান ৪৫, মোঃ আবুল বাশার নয়ন মৃধা ৪৫ এবং অ্যাড. আরিফ-উল – হাসান আরিফ পেয়েছেন ১২ ভোট। দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় বিপাকে পড়ে প্রিজাইডিং অফিসার। বিকেল সাড়ে তিনটায় প্রিজাইডিং অফিসার মোঃ জিয়াউল হক মিলন বরগুনা জেলা প্রশাসনের কার্যালয়ে জেলা পরিষদ আইনের নির্বাচনী বিধান মতে লটারির মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হবে বলে ঘোষনা দেন। এদিকে দুই প্রার্থীর মধ্যে আবুল বাশার নয়ন মৃধা লটারীর মাধ্যমে ফলাফল মেনে নিয়ে রাজি না। তিনি পুনরায় ভোটের দাবী করেন। অপর দিকে আহুরুজ্জামান আলমাছ খান লটারীর মাধ্যমে ফলাফল নির্ধারনে সম্মতি দিয়েছেন।
প্রিজাইডিং অফিসার মোঃ জিয়াউল হক মিলন বলেন, ১০৪ ভোটারের মধ্যে ১০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে সদস্য পদে মোঃ আহুরুজ্জামান আলমাছ খান ও আবুল বাশার নয়ন মৃধা সমান সংখ্যক ভোট পেয়েছেন। তারা উভয় ৪৫ করে ভোট পেয়েছেন।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাহের বলেন, বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে ফলাফল নিয়ে যাচ্ছি। ওই খানেই বিধান মতে ভোটের ফলাফল চুড়ান্ত ঘোষনা করা হবে।
বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় জেলা পরিষদ নির্বাচন আইনের ৬ এর ২২ ধারা মোতাবেক ফলাফল নির্ধারন করা হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply