বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৩ অপরাহ্ন
আমতলী প্রতিনিধি: এক লক্ষ সত্তর টাজার পাচ’শ টাকার জাল নোটসহ তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আমতলী থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। শুক্রবার রাতে আমতলী উপজেলার খেকুয়ানী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানাগেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে আমতলী উপজেলায় জাল টাকা লেনদেন করে আসছে। শুক্রবার রাতে ওই চক্র উপজেলার খেকুয়ানী বাজারে জালালের চায়ের দোকান ও মজিবরের ফলের দোকানে বাজারে করে পাচ’শ টাকার নোট দেয়। ওই টাকা দেখে দুই ব্যবসায়ীর সন্দেহ হয়। পরে তারা আমতলী থানা পুলিশ খবর দেয়। পুলিশ গিয়ে মোঃ জীবন শেখ (২০), ইমরান শেখ (২৮) ও মোঃ রাকিব মিয়াকে (১৯) তাদের গ্রেফতার করে। তাদের শরীর তল্লাশী করে তের হাজার টাকার জাল নোট জব্দ করে পুলিশ। তিন প্রতারকের দেয়া তথ্য মতে ওইদিন রাতে পটুয়াখালীর পানামা হোটেল থেকে আরো এক লক্ষ সাতান্না হাজার পাচ”শ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আমতলী থানায় তাদের বিরুদ্ধে প্রতারনা মামলা করা হয়েছে। শনিবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠিয়েছে। গ্রেফতারকৃত জীবন শেখের বাড়ী¦ বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার কুল্লা গ্রামে আর ইমরান শেখের বাড়ী একই জেলার রামপুর উপজেলার খেজুরমহল এলাকায় এবং মোঃ রাকিবের বাড়ী ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কেওতা গ্রামে। তার বাবার নাম মোঃ রফিকুল ইসলাম।
আমতলী থানার ওসি (তদন্ত ) রনজিৎ কুমার সরকার বলেন, তিন প্রতারকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply