
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় রাবনাবাদ চ্যালেনের গাইয়াপাড়া নদীতে ফিসিং বোডের ধাক্কায় মাছ ধরা ট্রলার ডুবে মাসুম সরদার (৩৪) নামের এক জেলে নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (১৮ফেব্রুয়ারী) দিবাগত রাত দেড়টার দিকে এ ট্রলারডুবি ঘটে।
গভীর রাতে রাবনাবাদ নদীতে জাল পেতে ট্রলার নোঙর করে ঘুমাচ্ছিলো, এসময় বড় একটি ফিসিং বোড এসে তাদের ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়।
এসময় অন্য একটি মাছ ধরা ট্রলার তাদের সাত জেলেকে উদ্ধার হলেও মাসুম সরদার নামের একজন জেলে উদ্ধার করা হয় নেই।
বর্তমানে সে নিখোঁজ রয়েছে।
পায়রা বন্দর নৌ-পুলিশ এ খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিখোঁজ হওয়া মাসুম সরদার উপজেলার লালুয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের আফেজ সরদারের ছেলে।
Leave a Reply