শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:০৪ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধি: আমিন আমিন ধ্বনিতে মুখরিত বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স ময়দান। তিন দিন ব্যাপী মাহফিলের শেষ দিন শুক্রবার আখেরী মোনাজাতের লাখে ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহন করেছেন। আখেরী মোনাজাতে ছারছিনা শরীফের পীর আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ (মাঃ আঃ) দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেছেন।
এ সময় লক্ষাধীক মুছুল্লীদের সমবেত কন্ঠে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ছালেহিয়া কমপ্লেক্স ময়দান। আখেরী মোনাজাতে আরো বয়ান করেন আলহাজ্ব শাহ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ পীরজাদা ছারছীনা, আলহাজ্ব শাহ আবু নছর নেছারুদ্দীন আহম্মেদ হোসাইন, মাওলানা মহিবুল্লাহ আল মাহমুদ, মাওলানা ওলিউর রহমান, ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার উপাধাক্ষ আলহাজ মাওলানা মোঃ রুহুল আমিন ছালেহী, মাওলানা রুহুল আমীন আফসারী, আ.জ.ম ওহিদুল আলম ও মাওলানা মাহমুদুল মুনির হামিম প্রমুখ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply