রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৫:৫৫ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধি: আমতলী উপজেলার প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শনিবার আমতলী সরকারী একে পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রদর্শনী মেলা হয়। প্রদর্শনীতে উপজেলার খামারীরা বিভিন্ন প্রজাতির পশু ও পাখি নিয়ে আসেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার ও ওসি একেএম মিজানুর রহমান।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খাঁন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মৃধা, মোঃ হারুন-অর রশিদ, খামারী অ্যাডভোকেট ইউসুফ মিয়া ও মোসাঃ নাসরিন সুলতানা প্রমুখ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply