বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি পদে অ্যাডভোকেট মি: নাথুরাম ভৌমিক ও সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। সোমবার দুপুরে চৌকি আদালত বারভবনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জ্ঞানেন্দ্র চন্দ্র মন্ডল তাদের বিজয়ী হিসেবে ঘোষণা করেন। এসময় সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান চুন্নু ও অ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ সহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, কলাপাড়া চৌকি আদালত আইনজীবী বার ভবনে অনুষ্ঠিত এ নির্বাচনে আইনজীবীদের গোপন ভোটে সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ আনোয়ার হোসেন ২০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ শাহজাহান পারভেজ পান ১৯ ভোট।
এছাড়া সভাপতি পদে অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ রাকিবুল আহসান মামুন এবং যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ কামরুজ্জামান সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে নিশ্চিত করেছে সূত্রটি।
এর আগে সকাল দশটায় উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির ভবনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান চুন্নু, অ্যাডভোকেট তপন কুমার ভৌমিক, অ্যাডভোকেট আ: সত্তার,
অ্যাডভোকেট মোঃ সাইদুর রহমান, অ্যাডভোকেট মোঃ গোফরান বিশ্বাস পলাশ, অ্যাডভোকেট মোঃ শাহাবুদ্দিন খন্দকার, অ্যাডভোকেট মোঃ আবুল হোসেন, অ্যাডভোকেট জেড এম কাওসার, অ্যাডভোকেট মোঃ সুমন প্রমূখ। এসময় সমিতির বার্ষিক আয়-ব্যয়ের লিখিত হিসাব উপস্থাপন করেন বিদায়ী নেতৃবৃন্দ।
এদিকে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যাণ সমিতির নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত নাথুরাম-আনোয়ার প্যানেল বিজয়ী হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি ও মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply