শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

আমতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে বিএনপির গণ-অবস্থান চলাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পর্যায় বিএনপির ধাওয়ায় পিছু হটেছে আ.লীগের নেতা-কর্মীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মালিপাড়া সালেহিয়া মাদ্রাসা মাঠে বিএনপির কর্মসূচির মঞ্চের পাশেই এ ঘটনা ঘটে। এ সময় দুই গ্রুপের লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করেন। পাল্টাপাল্টি হামলায় আতঙ্ক বিরাজ করছে ওই এলাকায়।
বিএনপির কেন্দ্রীয় সহ শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা বলেন, আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মালিপাড়া সালেহিয়া মাদ্রাসা মাঠে নেতা-কর্মী নিয়ে গণ-অবস্থান কর্মসূচি শুরু করি।
এ সময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দা ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হন। পরে বিএনপির নেতা-কর্মীরা প্রতিহত করে পাল্টা ধাওয়া দিলে হামলাকারীরা পিছু হটে। পরে বাজারের ভিতর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অবস্হান নেয়। তিনি আরও বলেন, বিএনপির সভাস্থলে হামলা চালিয়ে তাদের টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলে চেয়ার ভাঙচুর করা হয়।
ঘটনাস্থলে থাকা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠু বলেন, বিএনপির গন-অবস্থানে বসে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি মূলক শ্লোগান দেওয়ায় আমরা এর প্রতিবাদ জানিয়েছি।
ঘটনাস্থলে থাকা যুবলীগের আহবায়ক মারুফ রায়হান তপু বলেন, আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সংগঠনের নেতাকর্মীরা শান্তি পূর্ণ সমাবেশ করছিলাম সেখানে বিএনপির জামাতের সন্ত্রাসী বাহিনীরা আমাদের উপর হামলা চালায়। আমরাও প্রতিবাদ জানিয়েছি।
এতে বিএনপি-জামাতের সন্ত্রাসী বাহিনীরা লাঠি সোটাসহ দেশি অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। আমরা বিএনপির সভায় হামলা চালাইনি তারা মিথ্যাচার করছে।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি উল কবির জোমাদ্দার বলেন আমি ব্যক্তিগত কাজে ঢাকা যাইতেছি। বিএনপি-জামায়াত এদেশে ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তাছাড়া আমাদের কোনো নেতা-কর্মী হামলার সঙ্গে জড়িত না। উল্টো তারা (বিএনপি) নিজেরাই আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে।
তিনি আরও বলেন, কোনো পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে কিনা, তা আমার জানা নেই। আমি ভিডিওতে দেখতে পেয়েছি বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আজকের ঘটনাটি অনাকাঙ্কিত। পুলিশ দুই পক্ষের এই ধাওয়া পাল্টা ধাওয়া নিয়ন্ত্রনে নিয়ে আসছে, ঘটনার পর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply