শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

আমতলী প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে বিএস ভূমি জরিপে সার্ভেয়ারদের অনিয়ম, ঘুষ ও দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।শনিবার বেলা ১১ টায় আমতলী সদর ইউনিয়নের আকন বাড়ি বাজারে মানববন্ধন করেন ভুক্তভোগী ৫২ নং উত্তর টিয়াখালী মৌজাবাসী।
মানববন্ধনে ইউপি সদস্য জালাল উদ্দিন খানর সভাপতিত্বে বক্তব্য রাখেন আলতাফ হোসেন হাওলাদার, মো. ফিরোজ, মো. ফেরদাউস আকন, আমিনুল ইসলাম মৃধা. আব্দুস সোবহান শরীফ, মোঃ দেলোয়ার আকন, মোঃ মাজেদ মৃধা, অধ্যাপক গাজী মোঃ রুহুল আমিন ,আব্দুল মজিদ ফকির, আব্দুল খালেক হাওলাদার, মোঃ জহিরুল ইসলাম হাওলাদার প্রমুখ।মানববন্ধনে টিয়াখালী মৌজার পাঁচ শতাধিক ভুমি মালিকসহ ভুক্তভোগিরা অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ৫২ নং উত্তর টিয়াখালী মৌজায় সাবেক এস এ খতিয়ানগুলোতে ও ১ টি দাগ হইতে বর্তমান বিএস জরিপে বহু খতিয়ান ও দাগ তৈরি করা হয়েছে। এতে ভূমি মালিকদের বি এস জরিপে বহুবিধ সমস্যা ঘটছে। তাতে খতিয়ান ও দাগে মূল মালিকদের ভূমি পূর্বের চেয়ে অনেক কম দেখা যায়। ফলে ভূমির মালিকগন সঠিক হিসাব পাচ্ছেনা। বহুবিধ দাগ ও খতিয়ান সৃষ্টির কারনে মাঠ জরিপ তালাশিতে ভূমি মালিকদের বহু হয়রানি ও বিপাকের স্বীকার হতে হচ্ছে। ভুক্তভোগিরা অবিলম্বে ভুমি জরিপের এসব অনিয়ম বন্দের দাবী জানিযেছেন।
এ ব্যাপারে আমতলী সহকারী সেটেল্টমেন্ট অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে বিষযটি ক্ষতিয়ে দেখবো।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply