বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০২:৩২ অপরাহ্ন
আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া গ্রাম থেকে ১কেজি গাজাসহ বিক্রেতা শাহিন খান(২৫)ও ক্রেতা সোহাগ হাওলাদারকে আমতলী থানা পুলিশ গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এঘটনায় আমতলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।পুলিশ আসামিদের শুক্রবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেছে।আদালতের বিচারক মো:সাকিব হোসেন তাদের জেল হাজতে প্রেরন করেছেন ।
জানাগেছে উপজেলার আরপাঙ্গাশিয়া গ্রামের শাহআলোম খানের পুত্র শাহিন খান দীর্ঘ দিন যাবৎ গাজার ব্যবসা করে আসছে।ঘটনার দিন শাহিন খান বাড়িতে বসে গাজা বিক্রি করতেছিল । এ সংবাদ পেয়ে আমতলী থানার ওসি আবুল বাসারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বিক্রেতা শাহিন খান ও ক্রেতা একই গ্রামের মনিরুল হাওলাদারের পুত্র সোহাগ হাওলাদারকে ১ কেজি গাজাসহ গ্রেফতার করে । এ ঘটনায় আমতলী থানার এস আই শুভ বাড়ই বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩ জনের নামে মামলা দায়ের করেছেন ।শুক্রবার থানা পুলিশ ধৃত আসামিদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেন। আদালতের বিচারক তাদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি আবুল বাসার বলেন গ্রেফতারকৃত আসামিদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply