বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ঘরের মধ্যে আড়ার সাথে স্ত্রীর ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্বামী মোঃ শান্ত (২০)’র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১২ টায় উপজেলার ইউনিয়নের বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী গ্রামের আবাসনের ৩নং এর থেকে মৃতদেহ করে কলাপাড়া থানা পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ছোট বালিয়াতলী গ্রামের মোঃ শান্ত’র বাবা নিজাম হাওলাদার ও মা রুবিনা বেগম দের মধ্যে পারিবারিক কলহের কারণে বিবাহ বিচ্ছেদ হয়। এবং বাবা অন্যত্র বিবাহ করে গলাচিপা উপজেলার চরকাজল থাকে, এবং তার মা রুবিনা বেগম জীবন জীবিকার তাগিদে গাজীপুরে গার্মেন্টসে চাকরি করে এবং তার ছেলে মোঃ শান্ত সহ গাজীপুরে থাকতো। মোঃ শান্ত ৫ মাস পূর্বে প্রেমের সম্পর্ক করে কিশোরগঞ্জের মোছাম্মৎ সাবিকুন নাহার@ শামসুন্নাহার(১৯) এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে নিজ গ্রাম ছোট বালিয়াতলী এসে দাদা মোতালেব হাওলাদার এর ঘরে স্ত্রীকে সহ ওঠে এবং সেখানে ৩ মাস অবস্থান করে ছোট বালিয়াতলী আবাসনে তার পিতার ঘরে যায়। এরপর থেকে মোঃ শান্ত স্ত্রীসহ আবাসনের ঘরে থাকতো।
ঘটনার দিন তার স্ত্রী কে সহ রাতের খাওয়া দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। মোঃ শান্ত ঘুম থেকে জেগে স্ত্রীর হাত পা বেঁধে খাটের পাশে স্ত্রীর ব্যবহৃত ওড়না দিয়ে আড়ার সাথে গলায় ফাঁস দেয়। স্ত্রী সাবিকুন নাহার@ শামসুন্নাহার ঘুম ভেঙ্গে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখে ডাক-চিৎকার করে ডাক চিৎকারে আবাসনের আশপাশের ঘরের লোকজন ঘটনাস্থলে আসে, এবং মোঃ শান্ত এর স্ত্রী হাত-পা বাঁধা অবস্থায় গড়াগড়ি করে দরজা খুলে দেয় পরে আবাসনের লোকজন ঘরে ঢুকে ওড়না কেটে মৃতদেহ নিচে নামায়। স্থানীয়দের প্রাথমিকভাবে ধারণা পারিবারিক কলহের কারণেই মোঃ শান্ত আ’ত্মহ’ত্যা করেছে।
এই বিষয় কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত শেষে জানা যাবে এটা আ’ত্মহ’ত্যা না হত্যা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply