শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি ও ইউপি সদস্য ডাক্তার আবুল কালাম আজাদ (৫০) কে পিটিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলগঞ্জ ইউনিয়নের সেক্রেটারি ও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা এক মাদক সেবক কে ধরে স্থানীয় ইউপি সদস্য ডাক্তার আবুল কালাম আজাদ খবর দেয়, মেম্বার স্থানীয় ওয়ার্ড চৌকিদার আনসার মোল্লা কে নিয়ে ঘটনার স্থানে যান। ইউপি সদস্য ও চৌকিদার ঘটনাস্থানে পৌছালে স্থানীয়দের হাতে আটক মাদক সেবী দৌড়ে পালিয়ে যায়। এ সময় সাইফুল হাওলাদার ও তার পিতা রহিম হাওলাদার ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্য ডাক্তার আবুল কালাম আজাদ ও চৌকিদার আনসার মোল্লার উপর হামলা চালায়। সাইফুল হাওলাদার ও তার পিতা রহিম হাওলাদার ইউপি সদস্য ডাক্তার আবুল কালাম আজাদ কে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, ঘটনা শুনে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে, পরবর্তীতে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply