মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ
কলাপাড়ায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে রবিবার দুপুরে পৌরশহরের চার ব্যবসায়ীকে ১২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
কলাপাড়া সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল এ দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হল আবুল ফাতাহ্ , বাচ্চু, মো. জাহাঙ্গীর আলম ও মো. এরশাদ। এদের প্রত্যেককে তিন হাজার টাকা করে দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ও
২৬৯ ধারায় এ অর্থ দন্ডাদেশ দেয়া হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল জানান, করোনা সংক্রমন এড়াতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ওই চার ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান খুলে ব্যবসা পরিচালনা করছিল। সরকারী নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply