রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন
কলাপাড়া প্রতিনিধিঃ
করোনাভাইরাসের প্রার্দুভাবে মানুষ যখন লকডাউনে ঘরে তখন কর্মহীন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে খাদ্য সহায়তা বিতরন করেছেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন।
তিনি কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের প্রতিটি গ্রাম গ্রামে গিয়ে কর্মহীন দরিদ্র নিম্ন মধ্যবিত্ত ৫০০শ’ পরিবারের মাঝে নিজ হাতে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। এ খাদ্য তালিকা রয়েছে চাল, ডাল, তেল, আলু ও সাবান সম্বলিত এ খাদ্য গত ৪ দিন ধরে তার ছোট ভাই সাবেক ছাত্রনেতা সৈয়দ সোলায়মান হোসেন নিয়ে টিয়াখালী ইউনিয়নের নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে দিয়েছেন।
এসময় সৈয়দ জাকির হোসেন বলেন, কেন্দ্রীয় যুবলীগ সভাপতি-সম্পাদকের নির্দেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় অংশ নেয়া দুস্থ মানুষের জন্য তার এ ক্ষুদ্র প্রয়াস। তিনি আরও বলেন, কর্মহীন ৫০০শ’ পরিবারের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। সমাজের বিত্তবানদেরও কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান ওই যুবলীগ নেতা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply