আপন নিউজ রিপোর্টঃ
করোনায় আক্রান্ত ডাঃ গোলাম কিবরিয়া হিমু’র বাবা কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকার আব্দুর রশিদ (৭২) মারা গেছে।
তিনি করোনায় আক্রান্ত রোগী ছিলো। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে
ঢাকার কুয়েত মৈত্রী হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছে।
গত সোমবার (৮ জুন) রাতে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছিল। এর মধ্যে পৌর শহরের নাইয়াপট্টির নিহত মো.পারভেজ (৩০)। রহমতপুর এলাকার আব্দুর রশিদ মিয়া (৭২) এবং তার স্ত্রী মোসাম্মৎ পিয়ারা বেগম (৬০) এর করোনা পজেটিভ রিপোর্ট আসে। কলাপাড়া স্বাস্থ্য বিভাগ সোমবার (৮ জুন) রাত সাড়ে আট টায় এ রিপোর্ট হাতে পেয়েছে।
করোনায় আক্রান্ত আ: রশিদ মিয়া ঢাকার কুয়েত মৈত্রী হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এবং তার স্ত্রী সুস্থ রয়েছে বলে জানা গেছে।
এ উপজেলায় মঙ্গলবার (৯ জুন) পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫১, রিপোর্ট এসেছে- ১৮৬ জনের মধ্যে পজিটিভ এসেছে ৯ জনের।
আব্দুর রশিদ সহ মৃত্যু হয়েছে ২ জনের। ৮ জন হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
Leave a Reply