কলাপাড়ায় ২নং সাফাখালী এস.বি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়টির জীর্ন দশা | আপন নিউজ

বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর আগামীতে বুক ফুলিয়ে চলতে চাই, কোন দু’র্নী’তি অ’নি’য়ম সহ্য করা হবে না-ডা: জহির উদ্দিন কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় মানসিক ভারসাম্যহীন নারী নি’হ’ত কলাপাড়ায় ভাড়া বাসায় দুর্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু’ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় অভিভাবক সমাবেশ তালতলীতে গণভোটের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন মহিপুরের মন্নান হাওলাদার পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন
কলাপাড়ায় ২নং সাফাখালী এস.বি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়টির জীর্ন দশা

কলাপাড়ায় ২নং সাফাখালী এস.বি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়টির জীর্ন দশা

রাসেল মোল্লাঃ

কলাপাড়ায় ২ নং সাফাখালী সখিনা বিবি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭৩ সালে প্রতিষ্ঠা হলেও আজঅব্দি সরকারি অর্šÍভ‚ক্ত হয়নি। গত এস এম সি ও প্রধান শিক্ষক এর অ-দূরদর্শিতা ও অসহযোগীতার কারনে যুগ যুগ ধরে অবহেলিত রয়েছে বিদ্যালয়টির শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ভাগ্য। স্কুল ক্যাচমেন্ট এরিয়ার ছাত্র-ছাত্রীরা সরকারের দেয়া নানা সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত রয়েছে বছরের পর বছর ধরে। বিনা বেতনে পাঠদান করিয়ে দির্ঘবছর অতিক্রান্তকরে বিদায় নিয়েছেন কয়েক দফা শিক্ষকরা। বর্তমানে তিন জন শিক্ষক শিক্ষিকা হাল ধরে রয়েছেন। ১৯৮০ সালে বিদ্যালয়টি রেজিস্টারের বিবেচনায় ২ নম্বর সিরিয়ালে হলেও অর্ন্তদন্দ আর শিক্ষক, এস এম সি ও শিক্ষা অফিসের সাথে যোগাযোগ বিঘ্ন থাকার কারনে বারবার এ বিদ্যালয়টির ভাগ্যে নেমে আসে চরম দুর্ভোগ। তার পরেও থেমে নেই যারা এই বিদ্যালয়ের সাথে জড়িত আছে তারা কোথায় যাবেন। এক কালে যৌবন পেরিয়ে শেষ বয়সে এসে দেখতে চায় স্কুলটি সরকারি করন হয়েছে। ভাংঙ্গা চোড়া টিন সেটে পাঠদান করছে জীর্ন দশায়। জাতীয় ও স্থানীয় নির্বাচন গুলোর স্থানীয় ভোট কেন্দ্রও এখানে এবং বিশাল এলাকার মধ্যে বন্যা আশ্রম নেই, সে দিক লক্ষ করে হলেও এই বিদ্যালয় ভবনটি পাকা হওয়া জনগুরুত্বপূর্ণ।
বিদ্যালয়ের এস এম সি’র বর্তমান সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে টিনসেট বিদ্যালয়টির বেশকিছু টিনের ছাউনি উড়িয়ে নিয়ে যায়। এবং বেড়া ভেংগে ক্ষতি গ্রস্থ হয়। ইউনিয়ন পরিষদ ক্ষতির তালিকা নিরূপন করেছেন। এ ব্যাপারে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার জানান, শিক্ষা অফিস কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানানো হয়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার জানান, বিদ্যালয়টি আজও সরকারি হয়নি তা দুঃখ জনক। ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের মামলার কারনে অনেক কার্যক্রম আটকে যায়। যত তারাতারি সম্ভব মামলার কাগজ গুলো জমা দিলেই কার্যক্রম শুরু হবে। শিক্ষকদের বেতনের তালিকা শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!