বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০২:১২ অপরাহ্ন
মোঃ মনিরুল ইসলাম, মহিপুরঃ
শোভাযাত্রা, র্যালী,খেলাধুলা,সাংস্কৃতিক ও আলোচনা সভা সহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পর্যটন নগরী কুয়াকাটায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে কুয়াকাটা পৌর আওয়ামীলীগের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় দলীয় কার্য্যালয়ের সামনে থেকে একটি র্যালী ও শোভাযাত্রা বের করা হয়। এছাড়া কুয়াকাটা ড্রাগ এন্ড কেমিষ্ট সমিতি, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়, ৬০ নং লতাচাপলী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, খাজুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, হোসেন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,পাঞ্জুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, তুলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও
কুয়াকাটা ইসলাম পুর দাখিল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা পৃথক পৃথক র্যালী নিয়ে পৌর
আওয়ামীলীগের র্যালীর সাথে মিলিত হয়।
র্যালীটি কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ শেষে রাখাইন
মহিলা মার্কেট মাঠে গিয়ে শেষ হয়। র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা
সভার শুরুতেই সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা সহ দলীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আঃ বারেক
মোল্লা, ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা জোন’র অফিসার্স ইনচার্জ মো নুরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনির আহম্মেদ ভূইয়া,পৌর প্যানেল মেয়র মোঃ পান্না মিয়া হাওলাদার,পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জী, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল আলম আকন,বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, ৬০নং লতাচাপলী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নজরুল ইসলাম, পৌর যুবলীগের আহবায়ক মো. ইসাহাক শেখ, প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদদের স্বরণে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ জাহিদুল ইসলাম জাহিদ। এর আগে রাত ১২টা ১ মিনিটে লতাচাপলী সরকারী প্রাথমিক বিদ্যালয় শহীদ মিনারে পুস্প অর্পণের মাধ্যমে স্বাধীণতা যুদ্ধে নিহত শহীদদের শ্রদ্ধা ভরে স্বরণ করেন কুয়াকাটা পৌর মেয়র আওয়ামী
লীগের নেতৃবৃন্দ। এসময় পৌর শ্রমিক লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ,কুয়াকাটা যুব সমাজ কল্যান সমিতি,কুয়াকাটা বীচ ক্লাব ও ট্যুরিষ্ট পুলিশ পৃথক পৃথক শহীদ মিনারে পুস্প অর্পণের মাধ্যমে শহীদদের স্বরণ করেন।
অন্যদিকে মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মালেক আকন, সাধারন সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার সাংগঠনিক সম্মপাদক সুলতান হাওলাদর যুগ্নসম্পাদক ডাঃ রুহুল আমিন দুলাল থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট মহিপুর প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম থানা শ্রমিক লীগ সভাপতি মোঃ কালাম ফরাজীর নেতৃতে পৃথক পৃথক র্যালী বের করা হয়। র্যালী শেষে আলোচনা সভার আয়োজন করেন।
এছাড়া মহিপুর কো-অপ্ট মাধ্যমিক বিদ্যালয়, মোয়াজ্জেম পুর মাদ্রাসা, মুসুল্লীয়াবাদ ইসলামিয়া আলিম মাদ্রসা, আজিমপুর মাধ্যমিক বিদ্যালয়, মিশ্রিপাড়া ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়, কুয়াকাটা খানাবাদ কলেজ, মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ ও আলহাজ্ব জালাল উদ্দিন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন পৃথক ভাবে দিবসটি পালন করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply