আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় ঘরের ভিতরে বাবা-ছেলে কে বেঁধে দুর্ধর্ষ চুরি হয়েছে। উপজেলার লালুয়া ইউনিয়নের মেরাউপাড়া গ্রামে বুধবার আনুমানিক রাতে ২ টার দিকে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫/৬ জন চোরের দল ঘরের জাংলা ভেঙ্গে ঘরে ঢুকে ঘুমানো অবস্থায় রড দিয়ে পিটিয়ে আব্দুল হক পহলান (৭০) ও তার ছেলে মাওলানা আলমিন পহলান(৪০) কে আহত করে ঘরে ভিতরে বেদে রেখে নগদ টাকা ও স্বর্ণ সহ মালামাল নিয়ে যায়। এদের আহত অবস্থায় স্থানীয়রা রাতেই কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
তারা বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের রাতে হাসপাতালে আনায় স্বর্ণ, নগদ টাকা সহ অন্য মালামালের পরিমাণ সঠিকভাবে বলতে পারেনি।
মাওলানা আল-আমিন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কলাপাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বলে জানাগেছে।
Leave a Reply