রবিবার, ২৮ মে ২০২৩, ০৯:৪৬ পূর্বাহ্ন
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় নতুন করে আরও ছয় জনের করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ছয়জনের আক্রান্তের বিষয় নিশ্চিত করেছেন কলাপাড়া স্বাস্থ্য বিভাগ।
এরা হলেন, হচ্ছেন,
১. মোঃ ফজলুর( ৫৫) আমখোলা পারা।
২. রিপন আলী (২৯) কবি নজরুল সড়ক।
৩. পিয়ারা বেগম,স্বাস্থ্য কর্মী,মংগলসুখ রোড।
৪. পিয়াম আহমেদ (৩১) কবি নজরুল সড়ক।
৫. কহিনুর বেগম (৩৫) কবি নজরুল সড়ক।
৬. জাহানারা ( ৪০) নীলগঞ্জ।
এ নিয়ে কলাপাড়া উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৬ জন। মৃত হয়েছে দুইজনের।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply