
এম এম আলমগীর হোসেনঃ
কলাপাড়ায় দুস্থ্য, অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে ঢাকাস্থ ‘কলাপাড়া সমিতি’র উদ্দোগে এসব কম্বল বিতরন করা হয়।
কম্বল বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো: মুহিব্বুর রহমান মহিব।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘কলাপাড়া সমিতির’ সভাপতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি ড. শহীদুল ইসলাম বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া সমিতির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এস এম মনিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মো: আরিফুল রহমান ও কলাপাড়া সমিতির সাংগঠনিক সম্পাদক ও কবিনজরুল সরকারি কলেজের ছাত্রলীগের সহ সভাপতি সৈয়দ মনিরুজ্জামান মারুফ প্রমূখ। অনুষ্ঠানে ১২৫ দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।
এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে লতাচাপলী ইউনিয়ন পরিষদে ও রাতে কুয়াকাটায় শতাধিক দুস্থ্য মানুষের মাঝে কম্বল বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো: মুহিব্বুর রহমান মহিব। এসময় কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা, লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনসার মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply